আজ সারা বিশ্বে যে করোনা ভাইরাস কে নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মোকাবেলা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা যে দিকনির্দেশনা ও আইন নির্ধারণ করে দিয়েছেন সবাই মেনে চলতে হবে এই আশা ব্যক্ত করেছেন মাসুদুর রহমান বিপুল এবং চরাঞ্চলে সর্বোপরি দুর্ভিক্ষ লেগে থাকে আমাদের তাই এই করোনা ভাইরাস থেকে মুক্তি হওয়ার কিছু নিয়ম মেনে চলতে হবে সবাই একটা করে গামছা ব্যবহার করবেন প্রতিনিয়ত ধুয়ে ফেলবেন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে । আমাদের দৌলতপুর আসনের সংসদ সদস্য এডভোকেট সরওয়ার জাহান বাদশাহ্ এমপি মহোদয় লিফলেট বিতরণ করে সতর্কবার্তা দিয়েছেন সেগুলো আমাদেরকে সতর্কতার সাথে মেনে চলতে হবে। এছাড়া কিছু নিয়ম আছে সেগুলো হলো
সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই এগুলো মেনে চলুন
১। ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন
২। কাশি বা হাঁচি দেবার সময় মুখ এবং নাক কনুই দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখুন। ব্যবহূত টিস্যুটি তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট স্থানে ফেলে দিন
৩। ঠান্ডা লেগেছে বা জ্বরের লক্ষণ আছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
৪। আপনার বা আপনার সন্তানের জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসা সেবা নিন
নিজে বাঁচুন বাংলাদেশকে বাঁচান
তিনি এছাড়া চরাঞ্চলের ঘরে ঘরে সাবান মাস্ক ঔষধের পাশাপাশি কার ঘরে আহার চিকিৎসা অপ্রতুল আছে কি খোজ নিচ্ছেন। এই মাসুদুর রহমান বিপুল একজন সুপরিচিত ব্যক্তি অতীতে প্রশংসনীয় ব্যক্তি – বর্তমানেও প্রশংসনীয় ব্যক্তি একজন নিরহংকারী সাবেক ছাত্রনেতা, যুব নেতা মানবিক কর্মী তরুন প্রজন্মের আইডল চরাঞ্চলের সন্তান মাসুদুর রহমান বিপুল যাকে সবাই বিপদের বন্ধু বলে ডাকে ।একজন সংগঠক একজন আদর্শ রাজনীতি বিদের সন্তান দীর্ঘদিন আওয়ামীলীগের দৌলতপুর উপজেলা ইউনিয়ন চিলমারী শাখার সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন। একজন মুক্তিযুদ্ধর সংগঠকের সন্তান। দুর্দিনের ছাত্র লীগের কান্ডারী ।