নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়ায় দুই হার্ডওয়্যার ব্যাবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
বুধবার বিকালে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে জেলার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া বাজারে বিকালে দুই হার্ডওয়্যারের দোকান এ অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী। এ সময় বড়গাংদিয়ার দুই হার্ডওয়্যার ব্যবসায়ী হাফিজুর রহমান সেন্টু কে ৩০ হাজর টাকা ও বাবু নামে আরেক ব্যবসায়ী কে ২০ হাজার টাকা জরিমানা করে ।