কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এর নির্দেশক্রমে, কুষ্টিয়া জেলা পুলিশের নিজস্ব ব্যবস্থায়। দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ, এস এম আরিফুর রহমানের নেতৃত্বে।সঙ্গীয় অফিসার ফোর্স বুধবার সকাল ১০ টা থেকে শুরু করে।
দিনভর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিটা গ্রামে অসহায় ও দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণ করেন, বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল,ডাল, আলু, তেল, পেয়াজ । এ সময় এস এম আরিফুর রহমান জানান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত স্যারের নির্দেশক্রমে, আমি ও আমার অফিসার ফোর্স সকল বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। এবং করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রতিটা মানুষকে সচেতন করছি। যাদের হাতে খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছি তাদেরকে আরো অধিক সচেতন করছি কারণ তারা অসহায় এবং দরিদ্র। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সকল দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে সকল সময় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ থাকবে। বর্তমান সময়ে যে বৈশ্বিক মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। সে ভাইরাস বাংলাদেশ আক্রমণ করেছে, তাই এই সময় আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে একমাত্র আমাদের উপায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। তাই সকলকে অনুরোধ করব আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। তিনি আরো জানান, আসুন আমরা সকলে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসি মানুষকে বাঁচিয়ে দেশকে বাঁচিয়ে রাখি।