মেহেরপুরে ৭ বোতল ফেন্সিডিলসহ রুমন শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা এলাকা থেকে রুমনকে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটক রুমন মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়ার মৃত ঠান্ডা শেখের ছেলে।জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুমন বুড়িপোতা গ্ৰাম থেকে ফেন্সিডিল নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭ বোতল ফেন্সিডিলসহ রুমনকে আটক করে।