কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাতলা সাহেব নগর গ্রামে চুলার আগুন থেকে ১০বাড়ী পুড়ে ভস্মিভুত।
শনিবার বেলা পৌনে ৩টার সময় দৌলতপুর উপজেলার সোনাতলা সাহেব নগর গ্রামের মৃত রফাত মন্ডলের ছেলে তুজাম মন্ডলের বাড়ীতে রান্না করার সময় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানায়।
তুজাম মন্ডলের বাড়ীতে রান্না করার সময় এক প্রতিবন্ধীর নিকট হতে অসাবধানতা বসত রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়লে পাশাপাশি বাড়ী ঘর গুলোতে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসলেও নিমেষেই ১০ টি বাড়ী পুড়ে ভস্মিভুত হয়। আগুনে ক্ষতিগ্রস্থদের মধ্যে মৃত ঝালু মন্ডলের ছেলে নজরুল, নওয়াব মন্ডলের ছেলে সাত্তার, সাত্তার মন্ডলের ছেলে নিজামূল, আক্তারুলের ছেলে স্বাধীন, সাত্তারের ছেলে হিল্লাল,কালু, ইসলামের ছেলে হযরত, আবেদের ছেলে রবিউল, ইসলামের ছেলে রফিকুলের বাড়ী বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তারা এখন খোলা আকাশের নীচে অস্থান করছে। এতে ১টি মোটর সাইকেল, নগদ ১ লক্ষ টাকা, ধান, চালসহ প্রায় ২০ লক্ষ টাকা সমমানের ক্ষতি সাধন হয়।পরবর্তীতে রামকৃঞ্চপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ও ছাত্রলীগ নেতা ও ড.ফজলুল হক ডিগ্রী কলেজের প্রভাষক রকিবুল করীম ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রতি বাড়ীতে ১হাজার করে নগদ অর্থ প্রদান করেন।