লক্ষীপুর জেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করে “অল ইয়ূথ সোসাইটি”। সাধারন মানুষদের পাশে দাড়ানো অল ইয়ূথ সোসাইটি কয়েক বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
জেলার ৬,৭,ও ৮ নং ওয়ার্ডের অন্তর্গত গোপীনাথপুর,
আলিপুর,হেতিমপুর,জাহানাবাদ,হাসনাবাদ,কুশলনগর,দক্ষিণ হামছাদি গ্রামের বিভিন্ন চায়ের দোকান বন্ধ রাখার জন্য দোকানদের প্রতি অনুরোধ জানানো হয়। তাৎক্ষনিকভাবে কয়েকটি চা দোকান বন্ধ করা হয়।অল ইয়ুথ সোসাইটির সমন্বয়ক জায়েদ বলেন মানুষ যাতে বাজার করার জন্য বাজারে না আসতে হয়,সে জন্য বাজার করে দেওয়ার উদ্যোগ আমরা গ্রহন করেছি এবং এলাকাবাসীকে ইউনিয়ন পরিষদ এর সহযোগিতা জানানো লিফলেট বিতরণের মাধ্যমে চেষ্টা করছি। এটি অব্যাহত থাকবে।
উক্ত কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন” অল ইয়ূথ সোসাইটির “সমন্বয়কবৃন্দ, ২নং দক্ষিন হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলম সহ প্রমুখ।