কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৭নং হোগল বাড়িয়া ইউনিয়নের চর দিয়াড় গ্রামের ইয়ার মন্ডলের ছেলে নিহারুলের বসত বাড়ীতে আগুনে ভষ্মিভুত হয়েছে। এলাকাবাসী জানান হঠাৎ রাত ৮টার দিকে আগুন দেখতে পাই, আগুন বেগতিক হওয়াতে মুহুর্তে সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। নিহারুল জানান বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্র পাত হয়েছে, আমরা বুঝে ওঠার আগেই রান্না ঘর থেকে আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে।
আমার বসত ঘরে থাকা কোন জিনিস আমি বাহির করতে পারিনি, আমার নগদ ৫০ হাজার টাকা ছিল ঘরে, এ ছাড়াও বসত ঘর সহ ৫ টা ঘর, জমির দলিল, টিভি,২ টা খাট সহ আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা সব জিনিস পত্র পুড়ে ছাই হয়ে গেছে। ভেরামারা ফার্য়ার সার্ভিস ইনচার্জ প্রবীন কুমার দেবনাথ জানান আমরা এসে পৌঁছানোর আগেই সাধারন মানুষ প্রায় আগুন নিয়ন্ত্রণ এনেছে, তবে আমরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে এনেছি সাদেক শাহ’র প্রায় ২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে ।
দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান নেতৃত্বে এস আই আনছান আলী ঘটনা স্থল পরিদর্শন করেন ।