গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলারবাসীকে জরুরী সেবা প্রদান ও করোনা সম্পর্কীত জরুরী তথ্য আদানপ্রদানের জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হটলাইন সেবা চালু করা হয়েছে।
জরুরী সেবা ও তথ্য আদান-প্রদানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কন্ট্রোল রুম হতে চারটি হটলাইন নাম্বার গোবিন্দগঞ্জবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে।হটলাইন নাম্বার চারটি-০১৭৩০-৩২৪৬৪৭,
০১৭২১৮৭১৪৪৪,০১৭১১১২৬৬৮১,০১৭২৯৫৬৭৫৭৫
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মজিদুল ইসলাম জানিয়েছেন করোনা সম্পর্কীত জরুরি তথ্যসহ
স্বাস্থ্য বিষয়ক যেকোনো জরুরি প্রয়োজনে উপরোক্ত চারটি নাম্বারে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী যোগাযোগ করতে পারবেন।
এছাড়া সাধারণ সর্দি , কাশি, জ্বর, মাথা ব্যথা হলে হাসপাতালে না এসেও বাড়িতে অবস্থান করে নিম্নের নাম্বারগুলোতে যোগাযোগ করে সেবা নিতে পারবেন ১৭৩০৩২৪৬৪৭,০১৭১১১২৬৬৮১,০১৭২৯৫৬৭৫৭৫
০১৩১১৬৭৫৬৩৭,০১৬১৯৫৯৯৬৬৬,০১৭৬৬৩৯৯৪০৬
০১৬৭৪৯৬৭৯৭৭,০১৭৬৭৩৯৬০৯৬,০১৭১৮১৪৫৩১৩
০১৭২৩৩৬৫৩৪১,০১৭১১১৫৫৯২০,০১৭৮৮১৮৫৮৮০