কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কায়ামারী মধ্য পাড়া গ্রামে রাজ্জাক মাস্টারের দোকানে ১৩ তারিখ শুভ হালখাতা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহামারি করোনা ভাইরাস ওর সময় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রাজ্জাক মাস্টারের দোকানে গ্রামের ৯৮% লোকের বাকি আছে।তামাক চাষীদের একেক জনের অনেক টাকা করে বাকি,তার কেউ তামাক বিক্রি করেনি,তারা হালখাতা করবে কিভাবে?দরিদ্র দিন মজুরি সব মানুষের ইনকাম বন্ধ, তারা পেট চালাতেই হিমশিম খাচ্ছে এর মাঝে হালখাতা।
এত বড় দুর্যোগে সবাই খুব কষ্টের মাঝে দিন পার করছে,সরকার যেখানে কিস্তি বন্ধ করে দিয়েছে সরকার জুন পর্যন্ত,গরীবদের ত্রান দিচ্ছে সেখানে এই দোকানদার হালখাতা নিয়ে ব্যস্ত । এটা বন্ধ করতে পারলে গ্রামের অনেক মানুষের মাঝে একটু স্বস্তি পেতো।দেশের দুর্যোগ গেলে হালখাতা করতে বাধ্য করতে হবে।
লকডাউনের জেরে যে কোনওরকম জমায়েতের ক্ষেত্রে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা তোয়াক্যা না করে রাজ্জাক মাস্টারের দোকানে ১৩ তারিখ হালখাতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যথাযথ উদ্যোগ নিয়ে হালখাতা বন্ধ করার ব্যবস্থা করেন।