সারাদেশে করোনাভাইরাস সংক্রমণরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে অনেকেই সেইদিক বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে কুষ্টিয়ার দৌলতপুরের কর্মহীন, দুস্থ মানুষের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন আল-সালেহ লাইফ লাইন এন্টার প্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানি।
শুক্রবার (১৭ এপ্রিল) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংলগ্ন আল-সালেহ নগরের ইট ভাটা মাঠ চত্বরে ৬৫০পরিবারের মধ্যে চাউল, ডাল, তৈল,
সাবান সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ।
আল-সালেহ লাইফ লাইন এন্টার প্রাইজ বাংলাদেশ লিঃ কোম্পানির কডিনেটর বিশিষ্ট সমাজ সেবক মোঃ হুমায়ুন কবির সহ অন্যান্যরা। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছি। এবং এই কর্মসূচী চলমান থাকবে।
শুক্রবার বিকেল ৪ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে দৌলতপুর উপজেলার আল-সালহে্ লাইফ লাইন বাংলাদেশ লিমিটেড এর উদ্যেগে হাজ্বী মোঃ হুমায়ন কবিরের সভাপতিত্বে অসহায় কর্মহীন জনগণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার মো. তৌহিদুল ইসলাস,বাংলাদেশ ছাত্রলীগ দৌলতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক সরদার সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।