বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর লকডাউন অবস্থায় স্বল্প আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দশার মাঝে সময় কাটাচ্ছে। এমন অবস্থায় সবচেয়ে সমস্যার সম্মুখীন সমাজের খেটে খাওয়া মানুষের।
এ পরিস্থিতিতে কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুই শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
বুধবার (২২এপ্রিল) সকাল থেকে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে বাড়ি বাড়ি নেতাকর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকার করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী হয়ে থাকা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে এসময় উপস্থিত সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর জ্যৈষ্ঠপুত্র যুবলীগ নেতা ইমরান চৌধুরী কল্লিন্স, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার হাসিমুদ্দিন হাসু, সাবেক চেয়ারম্যান ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, বাগোয়ান গার্লস কলেজের ভাইস-প্রিন্সিপাল হাজ্বী আনো…