ইতিমধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের প্রায় সকল জেলায় প্রানঘাতী করোনা ভাইরাস কোভিড-১৯ ছড়িয়ে পড়ে ও মহামারী আকারে রুপ ধারণ করায় বাংলাদেশর সকল জেলায়, উপজেলায় সরকার ঘোষিত লক-ডাউন করার ফলে সাধারণত খেটে খাওয়া মানুষ যেমন, দিন মুজুর, ভ্যান চালাক, অটো চালক, অসহায়, মানুষ গুলো কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ঠিক এরই ধারাবাহিকতায় আজ ২৪ ইং এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের চরদিয়াড় গ্রামের, ডাঃ রাজিব, অসহায়, গরীব, দুস্থ , মানুষের পাশে দাঁড়ান। এবং আনুমানিক বিকাল ৩. ৩০ মিনিট এর সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ৭২ টা পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী যেমন, ৫কেজি চাউল, দুই কেজি আলু, আধা কেজি মশুরি ডাউল, একটি সাবান সহ তাহার নিজ অর্থায়নে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোঃ মাহমুদুল, হাসান ,মোঃরবিউল ইসলাম, মোঃ সাইদ হাসান( সেন্টু) , মোঃ মাহাবুব আলম, ব্যাবসায়ী সামছুল প্রাঃ , সাংবাদিক মোঃ মহির উদ্দীন
পরিশেষে রাজিব ডাঃ বলেন আমরা দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাব। আমরা সব সময় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে আতংকিত না হয়ে সবাই সচেতন হন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সাবান দিয়ে হাত ধুবেন, মাস্ক ব্যাবহার করবেন অযথাই ঘর থেকে বের হবেন না। তিনি আরও বলেন এই মহামারীর সময়ে বিত্তবানরা এগিয়ে আসুন অসহায়, দুস্হ মানুষের পাশে দাঁড়ান।