দৌলতপুর উপজেলায় কয়েকটি ইউনিয়নে কর্মহীন অভাব দুস্ত গরীব মানুষদের কাছে এটা পৌছে দিচ্ছি যারা কোনো সরকারি বা ব্যক্তিগত ত্রাণ সহায়তা পাইনি তাদের এই সেই ছাত্র সমাজের সংগঠন দৌলতপুরে অতি সুপরিচিত সংগঠন “মানবতার সেবায় দৌলতপুর উপজেলা ছাত্রসংস্থা” সেই সংগঠনের নাই কোন রাজনৈতিক ব্যক্তি।
দৌলতপুর উপজেলার সমন্বয়ক টীম এখানে সকল প্রতিনিধিদের হাতে ত্রাণ দিয়ে দিচ্ছে তারা নিজ নিজ ইউনিয়ন থেকে তাদের লিস্ট করা মানুষের নিকট পৌছে দিবে। এক্ষেত্রে দৈনিক দৌলতপুর নিউজ ও গণমাধ্যম কে বলেন এখানে কোনো প্রকার লোক সমাগম হবে নাহ।
আমাদের প্রতিনিধিরা নিজ উদ্যোগে সকলের বাড়িতে গিয়ে ত্রাণ দিয়ে আসবে। এছাড়াও আমরা সমন্বয়ক টীম এখন বের হবো চিলমারির চরে। চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে ১০০ প্যাকেট খাবার নিয়ে । ইতিপূর্বে আমাদের দক্ষিণ অঞ্চলের কিছু পরিবারের মাঝে খাবার বন্টন করা হয়ে গেছে। আমাদের সংগঠনে যে সকল সদস্য রয়েছেন সকলেই ছাত্র ছাত্রী। এর মধ্যেই আমরা ২০,২১ তারিখ ২ দিন ব্যাপি উপজেলার কয়েকটি ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে করেছি দৌলতপুর উপজেলার আসার মেন মেন রাস্তায়। দৌলতপুর উপজেলা ছাত্র সমাজের “মানবতার সেবায় দৌলতপুর উপজেলা ছাত্রসংস্থা” সকল কর্মসূচি অব্যাহত থাকবে।
এক উদ্যোক্তা কাজল আহমেদ বলেন: এই ছাত্র সংস্থার একজন উদ্যোক্তা হিসেবে চাওয়া আগামী দিনগুলোতে আমাদের কার্যোকোম অব্যাহত রাখতে চাই, আমরা আজ ১০০ জনকে সাহায্য করছি, এটি ১০০০ রুপ দিতে চাই, দৌলতপুর উপজেলায় প্রত্যেকটি পাড়া/ মহল্লা / মানুষের মাঝে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই,এর জন্য প্রয়োজন শুধু আপনাদের দোয়া, ভালোবাসা, এবং আন্তরিকতা
এই মহামারী করোনা ভাইরাস কে মোকাবেলা করার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই “মানবতার সেবায় দৌলতপুর উপজেলা ছাত্রসংস্থা” সর্বদা সময় সকল ছাত্র-ছাত্রী মানব কল্যাণের জন্য পাশে থাকবে এই সংগঠন ইনশাআল্লাহ।