গোবিন্দগঞ্জ প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে অদ্য ২৭ এপ্রিল ২০২০ খ্রিঃ দুপুর নারায়নগঞ্জের ফতুল্লা থানা এলাকায় গোবিন্দগঞ্জ থানা এলাকার খুকশিয়া গ্রামের আবু বক্কর(৫৫) পিতা মৃত ছবেদ আলী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি স্টিল মিলে কাজ করা কালিন প্রায় ১৫ দিন আগে জ্বর ও কাঁশিতে অসুস্থ হয়ে পরলে আজ সকালে সে নারায়নগঞ্জের ফতুল্লার ভাড়া বাড়িতে মারা যায়। এর প্রেক্ষিতে মৃত আবু বক্করের আত্নীয়-স্বজনরা তার মৃর্তদেহ নিজ বাড়িতে আনবার খবর পেয়ে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এর নেতৃত্বে একদল চিকিৎসক তথায় পৌঁছে মৃর্ত ব্যক্তি সহ তার সংস্পর্শে আসা সকলের স্যাম্পল সংগ্রহ করেন।
এরপর গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে সোমবার বিকাল ৫:৪৫ মিনিটে তার নামাজের জানাযা শেষে দাফন করা হয়। এবং তার আত্নীয় -স্বজনদের নিরাপত্তার স্বার্থে হোম কোয়ারান্টাইন রাখা হয়।