রাতের আধারে দৌলতপুরে কৃষকের দশকাটা ধান কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়নের ৬ং ওয়াডের অন্তরগত কোলদিয়াড় গ্রামের পূর্ব পাড়ায় শত্রুতার জের ধরে এক কৃষকের দশকাঠা ধান রাতের অন্ধকারে কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
গতকাল (২৬ এপ্রিল) রবিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। কোলদিয়াড় গ্রামের পূর্ব পাড়ার মৃত আখের মন্ডল ছেলে কৃষক মোঃ ইনামুল মন্ডলের দশকাটা জমির উঠতি ধান কেটে দেয় তারা।
কৃষক মোঃ ইনামুল মন্ডল জানান, সোমবার সকালে আমি আমার ধানের জমি দেখতে গিয়ে দেখি, ধান ক্ষেতের সমস্ত ধান এর মাথা কাটা ।
তিনি আরও বলেন, সাথে কারও কোন শত্রুতা নেই, কেন আমার এমন ক্ষতি হলো আমি বুঝে উঠতে পারছি না। আমি এর সুষ্ঠ তদন্ত করে বিচারে দাবি জানাচ্ছি। আশা করছি পুলিশ-প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।