গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ধর্মপুর গ্রামে-আফছার আলী ছেলে মিঠু মিয়া (৩২) এর সাথে একই গ্রামের মৃত-আজিম উদ্দিনের ছেলে একরামুল হক ও পাশ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দহপাড়া গ্রামের রহমান কাজীর ছেলে মোফাজ্জল হোসেন@ভাঙ্গা গংদের সাথে পারিবারীক বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ শক্রতা সৃষ্টি হয়েছে।
এরই জের ধরিয়া গত ১৭ এপ্রিল সকাল ১০ ঘটিকায় বিবাদীগণ মিঠু মিয়ার বাঁশঝাড়ে গিয়া ১০/১২টি বাঁশ কাটিয়া লইয়া যায়, যার অনুমান মূল্য ৩ হাজর ৬ শ’ টাকা। এতে মিঠুর স্ত্রী রানী বেগম ও মাতা হাসিনা বেগম উক্ত বাঁশঝাড়ে গিয়া মৌখিক ভাবে বাধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া মিঠুর মা ও স্ত্রীকে এলোপাথারী মারপিট ও পড়নের কাপড় টানাহেছড়া করে শ্লীলতাহানী ঘটায়।
এ সময় মিঠু মিয়া বাড়ীতে ছিলেন না, মোবাইল ফোনে সংবাদ পেয়ে ওই দিন দুপুরে বাড়ীতে এসে বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনার মৌখিক ভাবে প্রতিবাদ করে। বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে মিঠুর বসতবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর করে অনুমান ৬০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং ঘরের ষ্টিলের বাক্সের মধ্যে রাখা রক্ষিত বিভিন্ন নোটের ১ লাখ টাকা চুরি করিয়া নিয়ে যায়। এ সময় মিঠুর স্ত্রী, সন্তান, মা বাধা দিলে তাদের কে বেদম মারপিট করে। এ বিষয়ে মিঠু মিয়া বাদী হয়ে মোফাজ্জল হোসেন ও একরামুল হক সহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।