কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রইচ আলী নিজ এলাকার গরিব ও দুস্থ লোকদের মাঝে আর্থিক সহযোগিতা করেন।
বিশ্বব্যাপি করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার পর লকডাউন অবস্থায় স্বল্প আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে দুর্দশার মাঝে সময় কাটাচ্ছে।
এমন অবস্থায় সবচেয়ে সমস্যার সম্মুখীন সমাজে খেটে খাওয়া মানুষের। এ পরিস্থিতিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রইচ আলীর পক্ষ থেকে নিজ এলাকার গরিব ও দুস্থ লোকদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী কিনে খাওয়ার জন্য অার্থিক সহযোগিতা করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে নিজ এলাকার গরিব ও দুস্থ (দিন আনে দিন খায়) এমন লোকদের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে ইফতার সামগ্রী কিনে খাওয়ার জন্য আর্থিক সহযোগিতা করেন।
রইচ বলেন এ টাকা তিনি ত্রান হিসেবে নয়। বরং এ টাকাকে তিনি ভালোবাসার উপহার হিসেবে বিবেচনা করেন।