কুষ্টিয়া মিরপুর উপজেলাধীন আমলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক খন্দকার নিশাত এবং মিরপুর উপজেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে মিরপুরে,অসহায় ঘরবন্দী মানুষের বাড়িতে যেয়ে ইফতার পৌঁছে দিচ্ছে এসকল ছাত্রদল নেতারা।
এ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক “রাকিবুল ইসলাম রাব্বি”, কুষ্টিয়া সরকারী কলেজ যুগ্ম-সম্পাদক ” নাহিদুল ইসলাম রুপল”,কুষ্টিয়া জেলা ছাত্র আইন ফোরামের যুগ্ম-আহবায়ক “রোকনুজ্জামান রিন্টু”, জেলা ছাত্রদল নেতা “আশরাফুল জ্যাকি”,মিরপুর পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম-আহবায়ক ” সাইফুল ইসলাম মোমিন”,মিরপুর মাহমুদা কলেজ ছাত্রদল সভাপতি “আতাউর রহমান চঞ্চল”, ফুলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি ” তুষার খন্দকার”,উপজেলা ছাত্রদল নেতা “রাসেল আহম্মেদ”, সাব্বির আহম্মেদ, রবিন আহম্মেদ রকি”, আবু সাইদ,সোহেল তানভীর শিমুল,মিরপুর পৌর ছাত্রদল নেতা ” হাসান,শিপন,রাব্বিল,খাইরুল,ফরিদ সহ আরো অনেকে।