মেহেরপুর গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোলায়মান(২৩) নামের এক যুবক আহত হয়েছে।আহত সোলায়মান উপজেলার ধর্মচাকি গ্রামের দাউদ হোসেনের ছেলে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে গাংনী উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।