কুষ্টিয়ার ইবি থানার গজনবীপুর গ্রামের ক্যানালের বাশ বাগান থেকে মহিষ ব্যাপারী সামিমের ঝুলন্ত লাশ উদ্ধার।
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত্য যাত্রা মন্ডলের ছেলে সামিম (৩৬) কে বা কারা গত রাতে গলায় ফাস দিয়ে মেরে ফেলেন,বিত্তিপাড়া লালন তৈল পাম্প থেকে কিছুটা দূরে বাশ বাগানে ।তবে অনেকের ধারনা দীর্ষ দিন মহিষের ব্যাবসা করায় টাকা পয়সা নিয়ে ঝামেলা থাকতে পারে বলে এমনটা ঘটেছে।
তবে পুলিশের কাছে সুষ্ট তদন্ত করে এর সঠিক বিচার আশা করছে এলাকাবাসি সহ তার পরিবার।