গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাস পুকুর ও জলমহল ইজারা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের সামনের রাস্তায় এ মানববন্ধণে মৎস্যজীবিদের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুকিতুর রহমান রাফি।
গোবিন্দগঞ্জ উপজেলার মৎস্যজীবিদের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রগাঁও মৎস্যজীবি সমিতির সভাপতি ছানোয়ার হোসেন, সাপমারা মৎস্যজীবি সমিতি’র সভাপতি আব্দুল লতিফ, কামদিয়া মৎস্যজীবি সমিতি’র সাধারণ সম্পাদক উত্তম কুমার, রাজাহার ইউনিয়ন মৎস্যজীবি সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার প্রমূখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই ইউএনও’র হাত থেকে আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন ও জাতীয় রাজস্ব বৃদ্ধি করুণ।