কুষ্টিয়ায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়ায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগী পুরুষ নাম মোঃ তাজু মোল্লা এবং তার বয়স ৪৫ বছর।
তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা ।তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আইসোলেশনে রাখা হবে। তার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে ২ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।