কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্রে সংঘর্ষে শামীম মালিথা নামে এক যুবক নিহত হবার ঘটনায় রিফাইতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুসহ ২২ জনের নামে মামলা করেছে নিহতের পিতা মেহের বক্স। মামলা নং ৯, তারিখ ০৭/০৫/২০২০।
এ হত্যাকান্ডে জড়িত আরোজ, শামীম ও মহাবুবকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মেহের বক্স মালিথার ছোট ভাই আশরাফ মালিথার জমির ভিতর দিয়ে মোল্লা গ্রুপের লোকজন ইউপি চেয়ারম্যান বাবুর ইন্ধনে জোর করে রাস্তা নির্মাণ করছিল।
এ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রে আঘাতে মেহের বক্সের ছেলে শামিম মালিথা নিহত হয়।
নিহত শামিমের চাচা ঐ এলাকার সাবেক ইউপি সদস্য দিনু মেম্বার জানান, সংঘর্ষের এক ঘন্টা আগে ঐ স্থানে যে কোন মুল্যে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু নির্দেশ দেন বলে জানিয়েছেন।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।