কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের সন্তান মনিরুল ইসলাম।
তরুন এই সফল ব্যবসায়ী মনির স্পাইন ও নিউরো সার্জিকালের স্বত্বাধিকারী, সে এই করোনা ভাইরাসের আপদকালীন সময়ে তার ভালোবাসার এলাকার মানুষ গুলোর জন্য এগিয়ে এসেছে , সে তার সাদ্ধ মতো মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। চিলমারী ইউনিয়ন ব্যাপী বিভিন্ন মসজিদ ও সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে যাচ্ছেন তিনি। নদী ভাংগন ও বন্যা কবলিত এলাকায় তিনি অনন্য ভুমিকা রেখে চলেছে।
সমাজ গঠনেও মেধাবী এই তরুন ব্যাবসায়ী আলোকিত চিলমারীর স্বপ্ন দেখেন। দোয়া চান সাধারন মানুষের কাছ থেকে । সে গরিব অসহায় মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে চান। একজন ধর্ম ভীরু মানুষ মৃত গনি শেখের পুত্র সবার প্রতি এই আহবান জানিয়েছেন সমাজ গঠনে তাকে সাহায্য করার জন্য। এবং সে যেন সর্বদা মানুষের পশে থাকতে পারে।