কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় ভিজিএফ তালিকা যাচাই সরকারী ত্রাণ বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ইউএনও সোহেল মারুফ।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেছেন, সরকারি ত্রাণ বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বর্তমান করোনা দূর্যোগের সময়ে কর্মহীন হয়ে পড়া প্রকৃত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, দুঃস্থ ও অসহায় মানুষদের নির্ভুল তালিকা প্রণয়নসাপেক্ষে তাদের মাঝে সরকারি মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম, দূর্ণীতি ও স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। মানবিকতার প্রতীক হিসেবে এলাকাবাসীর কাছে সমাদৃত জননন্দিত ইউএনও সোহেল মারুফ মহোদয় আজ শনিবার সকালে ভেড়ামারা পৌর এলাকায় সরেজমিনে ভিজিএফ সুবিধাভোগীদের তালিকা যাচাই কালে সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান। এসময় জনপ্রিয় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও পৌর কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।