মহান আল্লাহর অশেষ রহমতে অনেকটাই সুস্থ আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু। দুর্ঘটনায় পতিত হয়ে আহত পায়ের সমস্যা জনিত কারনে নিবিড় পর্যবেক্ষণে থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছেন আলহাজ্ব রফিকুল আলম চুনু।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে ভেড়ামারা তথা দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা তিনি সৃষ্টিকর্তার নিকট করছেন। অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ক্লিন ইমেজের এই রাজনীতিবিদ।
উপজেলাবাসীকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হয়ে সচেতন থেকে সামাজিক দূরত্ব সহ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও তিনি অনুরোধ জানিয়েছেন।
পবিত্র রমজান মাস শুরুর কয়েকদিন পূর্বেই তিনি ঢাকা থেকে ভেড়ামারা বাহিরচর ইউনিয়নে অবস্থিত ষোলদাগ এলাকায় তার নিজ বাড়িতে পৌঁছান।