করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের চাল বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ড (হাপানিয়া, শরিফাবাদ ও জংগলপট্টি) গ্রামের ৪৩৯ টি পরিবার প্রধানের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল বিতরণ করেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার শেখ শাহ জামাল, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, সাবেক সচিব মাহাতাব হোসেনসহ অন্যান্যরা। এর আগে শনিবার সকালে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারটি ওয়ার্ডের ৪৪৬ জন দুঃস্থ পরিবার প্রধানদের মাঝে চাল বিতরণ করা হয়। সোমবার সকালে বিল্বগ্রাম বাজারে দুইটি ওয়ার্ডের ২১৫ টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে।