আজ ইফতার পূর্ব মূহুর্তে প্রতিদিনের ন্যায় ভেড়ামারা বাসষ্ট্যান্ড শাপলা চত্তরে শতাধিক ছিন্নমূল অসহায় রোজাদারদের হাতে রান্না করা ইফতারি প্যাকেট তুলে দেয়া হয়।
ভেড়ামারার ধরমপুরের মরহুম আলতাফ ডাক্তারের যোগ্য সন্তান সৌদি প্রবাসী তারিক মাহ্ফুজ শুভ’র সহায়তাই এবং ভেড়ামারার সাংবাদিকদের সার্বিক সহযোগীতায় এই ইফতার খাবারের প্যাকেট বিতরন ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজ এলাকার অসহায়, অনাহারী মানুষের পাশে থেকে সহযোগীতা করে যাবেন বলে ঘোষনা করেছেন দেশ প্রেমিক তারিক মাহ্ফুজ শুভ।
ইফতার প্যাকেট বিতরনের সময়, ভেড়ামারা থানার এস আই হুমায়ন কবীর,
সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক ডাঃ কামরুল ইসলাম মনা, সাংবাদিক ওলিউল ইসলাম ওলি (মাষ্টার), সাংবাদিক আজিজুল হাকিম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খাঁন উপস্থিত থেকে রোজাদারদের হাতে ইফতার খাবার প্যাকেট তুলে দেন।
করোনা পরিস্থিতির শুরু থেকে রান্না করা খাবার প্যাকেট অনাহারীর হাতে তুলে দিচ্ছেন ভেড়ামারার সাংবাদিকরা।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।