ওমরা হজ্বে যাওয়ার জন্য জমানো টাকা বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও নিরন্ন মানুষের জন্য দান করে দিলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শেফাদুল ইসলাম চান্নু। তিনি গতকাল তাঁর নিজ গ্রাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১৫২টি পরিবারের মাঝে (চাল,ডাল,আলু,সয়াবিন তেল,ছোলা,মুড়ি) খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সানাউল্লাহ ও ঠিকাদার রেবাদুল করিম পান্না। সাংবাদিক চান্নু অসহায়দের সহযোগিতায় এগিয়ে আশার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান।