মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ভেড়ামারা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ উপজেলার বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়া ঈদগাহ মাঠে ঘরবন্দী মানুষের স্বাস্থ্য সেবায় ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেলটিম অসুস্থ্য মানুষের ফ্রি চিকিৎসা সেবা দিলেন। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম,বাহিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডেরর মেম্বর আসাদুজ্জামান কচি, ভেড়ামারা আধুনিক ডায়াগনষ্টিক সেন্টারের মালিক প্রকৌশলী আশরাফুল ইসলাম ও ফারুক হোসেন মেম্বার। উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিক। ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেলটিম ঘরবন্দী মানুষদের স্বাস্থ্য সেবা প্রদান করে চলেছেন ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।