পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলার ০৪নং বামন্দী ইউনিয়ান পরিষদের ০৫নং ওয়ার্ডের মেম্বার(বর্তমান) হাবিল উদ্দীনের শুভেচ্ছা বাণী
ঈদ মোবারক,ঈদ মোবারক,ঈদ মোবারক
ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলার ০৪নং বামন্দী ইউনিয়ানের ০৫নং ওয়ার্ডের সকল মুসলমানকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা। ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই দোয়া করি।
ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ ।পৃথিবীতে নেমে আসুক শান্তির দূত ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা৷
মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা৷ অম্লান থাকুক তার সারা জীবনের আনন্দ।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়।
সেই সাথে সফলতার শুভ প্রত্যায়ে সবাইকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা।
সৌজন্যেঃ
মোঃহাবিল উদ্দীন
বর্তমান মেম্বার ০৫নং ওয়ার্ড
০৪নং বামন্দী ইউনিয়ন পরিষদ
গাংনী-মেহেরপুর।