“কাল্পনিক বউ”
প্রকৌশলী রাকিবুল ইসলাম
আজও তো প্রহর হয়ে যায়
তোমার ওই লাজুক হাতের ছোয়ায়,
মনে হয় হেটে চলেছি অদূর গহীনে,
তোমার হাতে হাত রেখে।
কি মায়া গো তোমার ছোয়াতে,
আমি মরি সে অনুভবে ।
লাজুক হাতের কফির প্রাণে,
ছুটে আমার ঘুম নিমিষে ।
কাজলকালো চুল যে তোমার,
কি মিষ্টি মধুর হাসি ।
তা দেখে আমার দিন কেটে যাবে,
তোমার বকা শুনে ।
তুমিও তো তাকিয়ে রবে
অপলক দৃষ্টিতে,
হারিয়ে যাবো প্রকৃতির মাঝে
ওই গোধূলী লগনে ।
গল্পগুলো এখনো জমিয়ে রেখেছো,
আমায় শোনাবার জন্য।
ঠোঁটটা তোমার অতুলনীয়
হাসিতে ফুটে উঠে ।
আমি তো মরিবো তোমার ওই রুপে,
তোমার আগমনে ।
পালকি তো আমি সাজিয়ে রেখেছি,
তোমায় আনবো বলে ।
তোমার আভাস এলে তো
ডাকবো আমি কাজী।