দেশের তৃণমূল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য সহায়তা প্রকল্পের আওয়তায় দেয়া ত্রান সহায়তা হতদরিদ্র ও ভিজডি কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত সরকারী খাদ্য বন্টনে অনিয়ম, দুর্ণীতির বেহাল চিত্র বেরিয়ে আসছে একের পর এক। দুস্থদের এই চাল খোদ ওয়ার্ড সদস্যরা নিজেরাই নয় ছয় করছে অভিযোগ এলাকাবসির।
১২ নং বোয়ালিয় ইউনিয়ন পরিষদের ০৭ ও ০৯ নং ওয়ার্ড সদস্য আবু হানিফ ও নাজিমের বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ সদস্যরা তাদের নিজ পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে সরকারি ত্রাণ সহায়তা কিছু অংশ দিয়ে বাকিটা উধাও করে ফেলেছে, এবং বিভিন্ন সময় আসা সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড করার জন্য ওয়ার্ড সদস্যদের দিতে হয় পাঁচ থেকে আট হাজার টাকা। এই টাকা না দিতে পারলে সাধারণ অসহায় হতদরিদ্র মানুষের নামে করা হয় না এসকল কার্ড এমন অবস্থায় করোনার আপদকালীন সময়ে কোন ত্রাণ সহায়তা না পেয়ে ঔ এলাকার অসহায় মানুষগুলো ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসে। এবং ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে দিতে থাকে চাঞ্চল্যকর এ সকল তথ্য।
ওয়ার্ল্ড সদস্যরা কখনোই খোঁজ নেইনি,সাধারন মানুষ গুলোর, করোনার আপদ কালীন সময়ের সরকারী ত্রান বিধিবহির্ভুত ভাবে ইউপি সদস্যরা সল্পপরিসরে বিলি-বন্টন করেছে নিজ আত্মীয়দের মাঝে। এ অবস্থায় বঞ্চিত হচ্ছেন প্রকৃত সুবিধাভুগী দুস্থ মানুষ।
অন্যদিকে ওয়ার্ড সদস্যরা তাদের নিজেদের কোন ভুল নেই বলে দ্বাবি করেন, এবং তাদের বিরুদ্ধে আসা অভিযোগ তাদের নির্বাচনী প্রতিপক্ষের ষড়যন্ত্র।
এ ব্যাপারে ঐ ইউনিয়নের চেয়ারম্যান কাছে সাংবাদিকরা জানতে চাইলে সে কোন মন্তব্য করেনি।
এমন তথ্যে উপজেলা র্নিবাহী অফিসার শারমিন আক্তার বলেন সরকারী খাদ্য সহয়তা নিয়ে যে দুর্নিতি করবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।