দীর্ঘদিন প্যারালাইজড হয়ে পড়ে রয়েছেন চলাফেরা অক্ষম হেনা বেগম, স্বামী বিড়ি কারখানার শ্রমীক, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন তিনি।
এখন পর্যন্ত কোন ত্রান বা খাদ্য সহায়তা পননি বলে দাবি পরিবারটির। খাদ্য ও চিকিৎসা অভাবে খুব কষ্টের দিন পার করছেন তারা। পরিবারটির কষ্ট সহ্য করতে না পেরে শোনার সাথে সাথে সৌদি প্রবাসী ভেড়ামারা ধরমপুরের কৃতি সন্তান তারেক মাহ্ফুজ শুভ’র পক্ষ থেকে সাধ্যমত খাদ্য সামগ্রী বাড়ীতে গিয়ে পৌঁছে দিলাম সাংবাদিক, ওমর ফারুক ও আমি সাংবাদিক জাহাঙ্গীর আলম খাঁন। শুনে আসলাম তাদের কষ্টে পার করা প্রতিটা মূহুর্তের কথা। আমার আপনার আশে পাশে হেনা বেগমের মত এমন অনেক পরিবার রয়েছে খোঁজ নিলে বুঝতে পারবেন। পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করলাম আমরা। আপনিও এগিয়ে আসুন। মানবতারকল্যানে আপনাকে আহব্বান জানাচ্ছি। পরিবারটির ঠিকানা,
হেনা বেগম, স্বামী জীবন আলী।
সাতবাড়ীয়া মন্ডলপাড়া ভেড়ামারা, কুষ্টিয়া।
যোগাযোগ করতে পারেন পরিবারটির সাথে মোবাইল নং 01875-307280 (জীবন আলী)