কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি থেকে সিরাজুল ইসলাম নামের এক প্রবাসীর বাড়ী থেকে ৩ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ ।
শনিবার সকালে ঐ প্রবাসীর বাড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যম্পের সদস্যর । এই খবর জানাজানি হলে ওই বাড়ীসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে
জানা যায়, শনিবার রাতের আধারে কে বা কাহারা উপজেলার খলিসাকুন্ডি গৌরস্থান পাড়ার প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ীতে ৩ টি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায়।
রাতের শেষ ভাগে, বাড়ীর লোকজন সেহরি খাওয়ার জন্য উঠে এবং ঐ বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে প্রথমে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়, পরে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ।
এ ব্যাপারে বাড়ীর মালিক প্রবাসী সিরাজুল ইসলাম জামাই তোতা জানায় ইতো পুর্বেও মাঠের ফসলের ক্ষতি করা হয়েছে এবং ২ বার চিঠির মাধ্যমে জীবন নাশের হুমকি দেওয়া হযেছে।
সিরাজুল বিদেশে অবস্থান করার কারনে তার জামাই সিরাজুলের বাড়ীতেই সপরিবারে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।