করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন ভেড়ামারা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ । আজ রবিবার সকলে ভেড়ামার এক অসহায় পরিবার প্রতিদিনের কুষ্টিয়া নিউজকে জানালে প্রতিদিনের কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের ফেসবুক আইডি মেসেজ দেওয়ার পর নাম ঠিকান পাঠিয়ে দিলে গাড়িতে করে চাল, ডাল আলু, তেল, সেমাই, চিনি নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষটির বাড়ীতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন ইউএনও।
ভেড়ামারা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, আমাদের জানা মতে ভেড়ামারা একটি পরিবারও না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তরাও এগিয়ে আসুন। আর যারা ত্রাণ দিচ্ছেন অবশ্যই ত্রাণ দেওয়ার সময় সামাজিক দূরুত্ব মেনে চলবেন।