কুষ্টিয়া জেলায় নতুন করে আরো দুজন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন অফিস সুত্র নিশ্চিত করেছেন।
আজ ১৭ মে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে জেলার ৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩টি নেগেটিভ ও দুইটি পজেটিভ।
নতুন সনাক্ত দুই জন রোগীর একজন দৌলতপুরের মরিচার কোলদিয়ার গ্রামের বাসিন্দা (২৫) বছর বয়সী এবং অপরজন কুষ্টিয়া সদরের মঙ্গলবাড়িয়ার বাসিন্দা (৩৫) বছর বয়সী দুজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় ২৬ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।
এ পর্যন্ত বহিরাগত বাদে জেলায় করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২৬ জন। তারমধ্যে উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে দৌলতপুর ১১, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর ৩,কুমারখালী ৫ ও খোকসা উপজেলায় ১জন।
এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৮ জন তার মধ্যে দৌলতপুর ৪, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর ১,কুমারখালী ৫ এবং বহিরাগতদের মধ্যে ২জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৯ জন,ঢাকায় চিকিৎসাধিন ১জন ।এবং এখন পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনায় আক্রান্ত কোন রোগী মারা যাননি বলে জানা গেছে।