কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত আকারে পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব সদর উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আজগর আলী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন রাজু, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি সুরঞ্জন ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার প্রমূখ। প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, ১৯৮১ সালের ১৭ মে আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হারানো বাংলাকে আবার ফিরে পায়। এই জাতি আবার মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন দেখে। আড়মোড়া দিয়ে জেগে ওঠে নতুনভাবে।