কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিভিন্ন বাজারে সরকারী আদেশ যথাযথ ভাবে বাস্তবায়নের লক্ষ্যে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন।
এসময় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ও করোনা ভাইরাস সংক্রমণের হার কমাতে আইন অমান্য করায়, দুইটি পোষাকের দোকানকে ১৮৬০ সনের দন্ডণ্ডবিধির ২৬৯ ধারায় ৬,০০০ টাকা, একটি সিমেন্ট ও হার্ডওয়ারের দোকানকে একই অপরাধে একই ধারায় ১০,০০০ ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে ২০,০০০ টাকাসহ মোট ৩৬,০০০ টাকা অর্থদন্ডণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী গণমাধ্যমকে জানান ।
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও জনগনের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সকলকে আইন মেনে চলার জন্য অনুরোধ ও করেন তিনি।