কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়ায় এক অসহায় রাজমিস্ত্রীর চিকিৎসা, ঔষধের খরচ সহ একমাসের খাবারের ব্যবস্থা করে দিল প্রতিদিনের কুষ্টিয়া নিউজের সৌজন্যে সার্বিক সহযোগিতা মোহাম্মদ মনিরুল ইসলাম ।
রাজমিস্ত্রী তারিক হোসাইন , তার নিজ বাড়িতে মেহেগনি গাছ থেকে খড়ি পারার সময় গাছ থেকে পরে তার এক হাত ভেঙ্গে যায়। তার হাত ভেঙ্গে গেলে তা ব্যান্ডেজ, করার সামর্থ না থাকায় সে “প্রতিদিনের কুষ্টিয়া ” কে জানালে প্রতিদিনের কুষ্টিয়া তার পেজে পোষ্টা করলে তা দেখে মোহাম্মদ মনিরুল ইসলাম সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এরই ধারাবাহিতায়, আজ রবিবার (১৭ মে) সকাল ১০ টার সময় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তারিক হোসাইন ,এর হাত ব্যান্ডেজ করে ও ঔষধ কিনে দেওয়া হয়।
ফেসবুকে প্রচারিত বিজ্ঞপ্তি দেখে প্রতিদিনের কুষ্টিয়া সম্পাদক তাৎক্ষণিক প্রতিদিনের কুষ্টিয়ার বার্তা সম্পাদক আশিক ইসলামকে তার দ্রুত চিকিৎসার জন্য পাঠান এবং সে দৌলাতপুর উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসার সবরকম ব্যবস্থা করেন।
দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তারের সহকারী জিহাদুল ইসলাম সুন্দর করে হাতটি এক্স-রে করার পর হাতটি ব্যান্ডেজ করে।
তার সার্বিক চিকিৎসা শেষে,তাকে চাল, ময়দা, ডাল, ও তৈল প্রয়োজনীয় পর্ণসহ তার বাড়িতে পৌঁছে দেওয়া ও তার বাড়িতে একটি টিউবওয়েল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
এ সময় আহত তারিক হোসাইন বলেন, প্রতিদিনের কুষ্টিয়াকে ধন্যবাদ দেওয়ার মত ভাষা আমার জানা নেই। তাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল।