দেশে মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মুহুত্বে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব অাক্তারুজ্জামান মিঠু ও উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফের সৌজন্যে অাজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে উপজেলার ছয় ইউনিয়নের ৬০ জন গ্রাম পূলিশের সদস্যেদের মাঝে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই বিতরণ করা হয়। ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অালহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান অাশিকুর রহমান ছবি, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল অালম লালু, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান অাদুস সামাদ, বাহিরচর ইউপি চেয়ারম্যান অালহাজ্ব রওশন অারা সিদ্দিক এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন। করোনা দুর্যোগ কালীন গুরুত্ব ও প্রয়োজন বিবেচনায় গ্রাম পুলিশকে গ্লাভস, ক্যাপ ইত্যদিসহ ব্যক্তিগত সুরক্ষা পোষাক প্রদান করা হয়। লাশ দাফনসহ কোয়ারান্টাইন, লক ডাউন বাস্তবায়নে গ্রাম পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছেন।