কুষ্টিয়ায় নতুন করে আরও দুই জন করোনা রোগী সনাক্ত হয়েছে । সোমবার সন্ধা ৭ টার দিকে সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন করে করোনা সনাক্ত দুই জন নতুন সনাক্ত দুই জন রোগীর একজন মিরপুরের আমলার নয়নপুর গ্রামের বাসিন্দা এবং অপরজন মিরপুরের চিথলিয়ার বাসিন্দা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৯৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৯৫ টি নেগেটিভ ও ২ টি পজেটিভ। নতুন সনাক্ত দুই জন রোগীর একজন মিরপুরের আমলার নয়নপুর গ্রামের বাসিন্দা ( ৩০ বছর) এবং অপরজন মিরপুরের চিথলিয়ার বাসিন্দা (১৭ বছর) । আক্রান্ত দুইজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় ২৮ জন কোভিড রোগী সনাক্ত হল।