করোনা ভাইরাসের কারণে যখন দেশে অঘোষিত লকডাউন শুরু হয় সেই তখন থেকে অসহায় ও দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক, লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার পর পবিত্র মাহে রমজানের শ্রুরু থেকেই দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে নিজ হাতে রান্না করা ইফতারি খাবার বিতরণ করেন প্রাগপুর ইউনিয়ন পরিষদ এর সংরক্ষিত মহিলা সদস্য সুচিত্রা সুমন। তবে এবার ঈদকে সামনে রেখে নিজ ইউনিয়ন এ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে রিতীমত আলোকবর্তিকায় পরিণত হয়েছেন নারী নেত্রী সুচিত্রা সুমন। আজ দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন এর সংরক্ষিত মহিলা সদস্য নারী নেত্রী সমাজ সেবী সুচিত্রা সুমন এলাকার ছোট বড় শিশুদের শরিরে ভালোবাসার উপহার হিসেবে নতুন পোশাক পরিয়ে দেয়।
এ বিষয়ে নারী নেত্রী সমাজ সেবী সুচিত্রা সুমন সাংবাদিকদের জানান অন্যের কেনাকাটা দেখে আফসোস করে ঈদ আসে ঈদ যায় ঈদকে ঘিরে শুরু হয় আনন্দ শুরু হয় নানা রং বাহারী পোশাক কেনাকাটার ধুম তাই এই ঈদ উৎসব কে সামনে রেখে কুষ্টিয়া-১ আসন দৌলতপুরের মাননীয় সংসদ সদস্য দৌলতপুর উপজেলার গনমানুষের নেতা জনাব এ্যাডভোকেট আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি মহোদয়ের নির্দেশে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ এর পর এবার শিশুদের নতুন পোশাক কিনে দিলাম যেন তারা হাসিখুশিতে ঈদ পালন করতে পারে।
এই শিশুদের শরিরে নতুন পোশাক পরিয়ে দিতে পেরে নিজের কাছে অনেক প্রশান্তি অনুভব করছি একটা অন্যরকম আত্মতৃপ্তি অনুভব হচ্ছে। এসময় তিনি আরো বলেন ওদের সাধ আছে সাধ্য নেই তাদের কাছে ঈদের দিন কাটে আর দশটি দিনের মত ঠিক তখনি ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হার মানতে হয় দরিদ্র ছিন্নমূল মানুষ গুলোকে
ধনী সচ্ছলরা যখন ঈদকে কেন্দ্র করে আনন্দ উৎসবে ব্যস্ত তখন এই সব ছিন্নমূল পরিবারের সদস্যরা হা করে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কিছুই করার থাকেনা তারা অন্যের আনন্দ দেখে সময় কাটায় আজ আমার মনে অনেক আনন্দ আমার মায়ের একটি কথা মনে পড়ে যাচ্ছে
ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ আজ তার প্রমান পেলাম
যেনো অসহায় শিশুরা আমার সন্তানের চেয়ে তাদের সন্তানেরা বেশী আনন্দ উৎসব করতে পারে। এসময় তিনি সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।