“মনে রাখবে কতকাল”
-আশিকুর রহমান আরেফিন
কি করেছা গতকাল,
আর মনে রাখবে কতকাল?
অতিত যদি দুঃখ ই দিবে
তবে ছুটছো কেন বেসামাল।
আর মনে রাখবে কতকাল?
গতকালের মিথ্যা হাসি
যদি হয় আজ দুঃখের নদী,
কেন হাসবে সে হাসি,
যা কাঁদাবে আগামীকাল?
আর মনে রাখবে কতকাল?
সত্যকে যারা খুঁজতে জানে
তারাই বোঝে বাচার মানে,
মিথ্যা সুখের পিছে ছুটে
কেন কাঁদবে চিরকাল?
আর মনে রাখবে কতকাল?
অদূর দূরে দৃষ্টি দিয়ে
হতাশাকে দূর হটিয়ে
নব উদ্যমে ছুটে গেলেই
দেখা মিলবে মহাকাল।
আর মনে রাখবে কতকাল?
আশিকুর রহমান আরেফিন
শিক্ষার্থী,ব্যাবস্থাপনা বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।