কুষ্টিয়ার ভেড়ামারায় অসুস্থ মোটর যান মেকানিক ইবাদত অালী মিস্ত্রীকে চিকিৎসা সহায়তা হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর ৪০ হাজার টাকার ব্যাংক চেক অনানুষ্ঠানিক ভাবে তার হাতে তুলে দিয়েছেন কুষ্টিয়া জেলা মোটর যান মেকানিক্স ইউনিয়ন। অাজ মঙ্গলবার সকাল ১১.০০ টায় মিজানুর রহৃান মিলনের সভাপতিত্বে অায়োজিত চেক প্রদান অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা মোটর যান মেকানিক্স ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শাহজাহান অালী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ জুয়েল, মোটরযান শ্রমিক ইউনিয়নের অন্যতম সদস্য রফিকুল ইসলাম অারিফ সাংগঠনিক বক্তব্য প্রদান করেন ও চেকটির প্রাপক ইবাদত মিস্তীর হাতে কল্যাণ তহবিলের চিকিৎসা সহায়তা হিসেবে ইস্যুকৃত ৪০ হাজার টাকার চেক বুঝিয়ে দেন। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।