দেশে মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মুহুত্বে ভেড়ামারা উপজেলা পরিষদের উদ্যোগে ১২০০শ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ সকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালিতে মানবিক সহায়তা কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। পরানখালিতে উদ্বোধনের পর ধরমপুর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন। ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়,দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ১২০০ শ পরিবারের মাঝে মানিবক সহায়তা বিতরণ কার্যক্রম কর্মসূচি ঈদ পর্যন্ত চলবে। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের মাঝে মানবিক সহয়তা কার্যক্রম অব্যহত থাকবে।