ভেড়ামারা বাজারে আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে নিরাপদ রাখতে ভেড়ামারা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এতে দোকানের শাটার তালাবদ্ধ অবস্থায় অনেক ক্রেতাকে দেখা যায় যার বেশিরভাগ মহিলা।এমতাবস্থায় ১৫ জন মহিলাকে সংক্রামক রোগ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ৮০০০ টাকা, একই আইনে একটি দোকানকে ৩০,০০০( ত্রিশ হাজার) টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২ টি দোকানকে ১৫,০০০(পনের হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ গণমাধ্যমকর্মীদের বলেন,সরকারী নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকলে।
ঘরে থাকুন। সুস্থ থাকুন।
সরকারী নির্দেশনা মেনে চলুন।