পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্দ্যেগে জাতীয় পুষ্টি কার্যক্রমের আওতায় শতাধিক দুস্থ্য গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে সদর উপজেলা অডিটরিয়ামে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোনিয়া কাওকাবী এর সভাপতিত্বে এ খাদ্য সহায়তা অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আনোয়ারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাকসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোনিয়া কাওকাবী জানান, বর্তমান করোনা ভাইরাস দুর্যোগ সময়ে গর্ভবতী মায়েরা বেশি ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। এ সময়ে গর্ভবতী মায়েদের বেশি বেশি পুষ্টিগুন সম্মৃদ্ধ খাবার প্রোয়োজন। যে সমস্ত দুস্থ গর্ভবতী মায়েরা এই দুর্যোগ সময়ে অসহায় জীবন যাপন করছেন তাদেরকে সহায়তা দেবার জন্যই পুষ্টিকর খাদ্য উপকরন হিসেবে ১০কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজসহ নানা উপকরন বিতরণ করা হয়েছে।