দেশে করোনা মহামারি ভাইরাসের সংকটকালীন মুহুত্বে ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের নিজ অর্থায়নে মহিলা কলেজের ৯০ জন দরিদ্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আজ বুধবার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, সরকারি মহিলা কলেজের উপধ্যক্ষ আনিসুর রহমান ও কলেজের শিক্ষক বৃন্দ।