নিদারুণ মনিটরিং এর মাধ্যমে ভেড়ামারা পৌরসভা সহ ৬ টি ইউনিয়নের অসহায়-দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন হয়ে পড়া ১৪০০ পরিবারের নিকট ঈদ উপহার খাদ্য সামগ্রী প্রদান করেছেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতি। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশব্যাপী লকডাউন থাকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে সীমাহীন দুঃখ-দুর্দশা। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের প্রয়াসে ঢাকাস্থ ভেড়ামারা সমিতি করোনা পরিস্থিতির শুরু থেকেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে চলেছেন। আর তাই দফায় দফায় অসহায়দের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এইবার অসহায়, দুস্থ, কর্মহীন ও প্রতিবন্ধী ১৪০০ পরিবারের নিকট ঈদ উপহার খাদ্য সামগ্রী প্রদান করলেন ঢাকাস্থ ভেড়ামারা সমিতি। নজিরবিহীন এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ। ঢাকাস্থ ভেড়ামারা সমিতির এক মুখপাত্র বলেন, জনকল্যাণকর কর্মকান্ড সহ অসহায় মানুষের পাশে সব সময় থাকবে ভেড়ামারা সমিতি, ঢাকা।